২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতহানি

মূল হোতাসহ আরো ২ জন গ্রেফতার মালামাল উদ্ধার

-

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মূল হোতা আলমগীরসহ আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপরজন হলো আলমগীরের ভাই রাজিব। মঙ্গলবার ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাবুপাড়া গ্রাম থেকে প্রথমে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ঢাকার আশুলিয়া থানার ধানসোনা পশ্চিম পলাশবাড়ি এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আলমগীর (৩৪) ও রাজিব (২১) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ চার হাজার ২১০ টাকা, দু’টি রুপার আংটি, ১০টি মোবাইল ফোন, পাঁচ জোড়া চুরি, তিনটি ব্যাগ, তিনটি জাতীয় পরিচয়পত্র, একটি এটিএম কার্ড, ভুক্তভোগী বাসযাত্রীর একটি টিকিট এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করা হয়।

 


আরো সংবাদ



premium cement