২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের : ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের সাতকানিয়ায় মেডিক্যাল ক্যাম্পে বক্তব্য রাখছেন ড. খালিদ হোসেন : নয়া দিগন্ত -

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।
গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চবিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। এ কারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিক্যাল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সবাইকে অনুরোধ জানান।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে ৪৮ জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিক্যাল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা: অং সুই প্রু মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মো: জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ বক্তৃতা করেন।


আরো সংবাদ



premium cement
সাভারে ব্যাটারি বিস্ফোরণে ২ শ্রমিক নিহত কুষ্টিয়ায় কবর থেকে ২টি কঙ্কাল চুরি সাবেক প্রতিমন্ত্রী পলক তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নয় : জয়নাল আবেদীন ফারুক রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত অভ্যুত্থানে আহতদের চিকিৎসা গ্রহণে বাধা দেয়া হয় : ওএইচসিএইচআর সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এক হাজার ২৭৮ কোটি টাকায় গম-সার-এলএনজি ক্রয়ের ৪ প্রস্তাব অনুমোদন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন ৪৪ জন পরিবারসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল