২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

সম্পত্তি দখলে নায়িকা দিতির মেয়ের ওপর হামলা

সম্পত্তি দখলে নায়িকা দিতির মেয়ের ওপর হামলা -


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নায়িকা দিতি ও নায়ক সোহেল চৌধুরীর একমাত্র মেয়ে লামিয়া চৌধুরী। গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। লামিয়ার অভিযোগ তার পৈতৃক সম্পত্তি দখলের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে আসছিল। তারাই তার উপর হামলা চালায়।
লামিয়া বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সাথে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হই।’
তার ভাষ্য ‘নারায়ণগঞ্জের সোনারগাঁওতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়েছি।
এদিকে হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভ করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে। লামিয়া জানালেন, সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়েছে। গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে।
এ নিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে ফেসবুক পোস্টে লামিয়া লিখেছেন, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালেও যেতে দিচ্ছে না। ইট মেরে আমার গাড়ি ভেঙেছে। আমি হাঁটতে পারছি না।’ ‘আমার সাথে কি কেউ নাই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? কেউ নাই, কেউ নাই, কেউ নাই।’

কাঁদতে কাঁদতে লামিয়া বললেন, ‘আমার মা-বাবা মরে গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিন্তু কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করতেছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে, বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।’
লামিয়া বললেন, ‘আমার মা-বাবা মারা গেছেন এসব তো সবাই জানে। এই সুযোগটা তারা নিতে চায়। ভাবছে, আমি নারী। আমাকে ধমক বা হুমকি দিলে আমি ভয় পেয়ে যাব। কিন্তু না, এসব আমার ও আমার ভাইয়ের পৈতৃক সম্পত্তি। আমার মা-বাবা দু’জনে অনেক কষ্ট করে এসব সম্পত্তি করেছেন। সন্ত্রাসী হামলায় এসব তো ছাড় দেব না। আমাদের আত্মীয়স্বজনরা ওখানে থাকেন। আজ তো আমি দেখলাম, ঘরের মধ্যে লোকজন থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে!’

 


আরো সংবাদ



premium cement
শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন! নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ কম্বোডিয়ায় গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী

সকল