আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের পুনর্মিলনী অনুষ্ঠিত
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (আইআইইউএম)-এর বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলা শুক্রবার রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার অ্যাসকট দি রেসিডেন্সে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাদ শুহাদা ওসমান প্রধান অতিথি ছিলেন। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বিশেষ অতিথি ছিলেন।
এতে সভাপতিত্ব করেন সিটি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর কাজী শহীদাত কবির, পিএইচডি। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মো: সাদেক।
১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন ওওটগ শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ নেন। বিজ্ঞপ্তি।