২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

শহীদ জিয়া শিশু পার্কসহ ১০ স্থাপনা আগের নামে ফিরল

-


আওয়ামী সরকারের সময়ে নামকরণ করা ১০টি প্রতিষ্ঠানের নাম বাতিল করে আগের নামে ফেরাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল নগর ভবনে ডিএসসিসি পরিচালনা কমিটির ৪র্থ করপোরেশন সভায় এ সিদ্ধান্ত হয়। প্রশাসক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দফতর, সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটির ২৫ সদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের আগেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোল মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পতিত ফ্যাসিস্ট সরকারে সাথে জড়িত ব্যক্তিদের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ‘ইনার রিং সড়ক’, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ‘ঝাউচর প্রধান সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম ‘কলাবাগান শিশু পার্ক’, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ীর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক, মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নাম পরিবর্তন করে আগের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরাফতগঞ্জ পার্ক’, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।

সমাপনী বক্তব্যে প্রশাসক মো: শাহজাহান মিয়া বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে।
সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল