১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে : দুদু

বাংলাদেশ ইয়ুথ ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু : নয়া দিগন্ত -

জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেজন্য আমরা নির্বাচনের কথা বলেছি। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদু বলেন, দেশে একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। ফ্যাসিবাদের গ্রাস থেকে জাতি মুক্তি পেয়েছে। এত বড় একটা পরিবর্তনের পরেও বাংলাদেশের মানুষ আশায় বুকে বেঁধেছিল, তাদের জীবন ধারণের জন্য অন্তত গত সরকারের আমলের তুলনায় এবার অনেক ভালো থাকবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে শুরুতেই দ্রব্যমূল্য একটু কমের দিকে গেলেও পরে বেড়ে যায়। মাঠপর্যায়ের কৃষকরা যে সঠিক দাম পাওয়ার প্রত্যাশা করেছে, সেটির ধারেকাছেও তারা যেতে পারেনি। এ দেশের কৃষক শ্রমিক সবসময় অবহেলিত থেকেছে এবং নিমর্মতার শিকার হয়েছে।

তিনি বলেন, বিএনপি গরিব মানুষের দল। বিএনপি খেটে খাওয়া মানুষের দল। কামার, কুমার, কুলি, মজুরের মতো মধ্যবিত্তেরও দল। সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। সেই বিএনপি আজকে এ সরকারকে অকুণ্ঠ সমর্থন জানাল। কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ নিতে ছয় মাস চলে যাওয়ার পরেও ব্যর্থ হয়েছে বলে সবাই মনে করছে। এ সরকার বাজারদর এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। এ সময় সরকার দেশের শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ জুলাই আন্দোলনে হামলা : ছাত্রলীগের বিরুদ্ধে জাবি ছাত্রদলের মামলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দল ইজতেমায় ডেভিল পেলে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার আবারো ববি ভিসির কার্যালয়ে তালা, পদত্যাগ দাবি সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান রমজানে সহনীয় থাকবে ডিম ও মুরগির দাম রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ আপনাদের সাথে আছে : জিএমপি কমিশনার

সকল