১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

একই পদে পরীক্ষা দিয়ে ডিউটি করছেন ৬০ জন

পদোন্নতির পরও ৩০ প্রধান কারারক্ষীকে পোস্টিং দেয়া হচ্ছে না
-

বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৯০ জন প্রধান কারারক্ষী সর্বপ্রধান কারারক্ষী পদে পদোন্নতি পেয়েছিলেন অনেক আগেই। তাদের মধ্য থেকে ৬০ জনকে দুই দফায় কারা কর্তৃপক্ষ পদোন্নতি দিয়ে বিভিন্ন কারাগারে ডিউটি করার সুযোগ দেন। তবে রহস্যজনক কারণে বাকি ৩০ জনকে অদ্যাবধি পদোন্নতি দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বঞ্চিত প্রধান কারারক্ষীরা এই প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, একই পরীক্ষায় পাস করে ৬০ জন প্রমোশন পেয়ে ডিউটি করতে পারলেও বাকি ৩০ জন কেন কী কারণে পাবেন না?
এখন শুনতে পাচ্ছি বাকিদের পদোন্নতি না দিয়ে প্রমোশন বাতিল করে দেবে কারা কর্তৃপক্ষ। এটা কোন আইনে আছে? তারা বলছেন, বাতিল করতে হলে (৯০ জন) সবারটাই বাতিল করতে হবে। তা না হলে কারা অধিদফতরের দ্বীমুখী নীতির বিরুদ্ধে তারা চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সচিবালয়) এবং কারা অধিদফতরের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। এরপরও বিষয়টির সুষ্ঠুভাবে সুরাহা না হলে তখন তারা আইনিভাবেও বিষয়টি মোকাবেলা করবেন। এ ছাড়া আর কোনো উপায় দেখছেন না তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান কারারক্ষী পদ থেকে সর্বপ্রধান কারারক্ষী পদে পদোন্নতি পাওয়ার পরও যারা এখনো পদ বঞ্চিত রয়েছেন তাদের মধ্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো: হাবীব, হুমায়ুন, কারা অধিদফতরের মিজান চৌধুরী, ফরিদপুর জেলা কারাগারের মো: জাহাঙ্গীর, ফেনী জেলা কারাগারের মো: শরীফ আহম্মেদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর মো: মামুন, টাঙ্গাইল জেলা কারাগারের আওলাদ হোসেন এবং নরসিংদী জেলা কারাগারের মো: হাসান অন্যতম।
অপর দিকে ২০২৩ সালে সর্বপ্রধান কারারক্ষী পদে পদোন্নতি পাওয়াদের মধ্যে যারা দেশের বিভিন্ন কারাগারে পোষ্টিং পেয়ে ডিউটি করছেন তাদের মধ্য রাজবাড়ি জেলা কারাগারের আবুল বাকের খান সিলেট কেন্দ্রীয় কারাগারে, সাতক্ষীরা জেলা কারাগারের এনামুল হক ঢাকা কেন্দ্রীয় কারাগারে, শেরপুর জেলা কারাগারের শফিকুল ইসলাম হবিগঞ্জ জেলা কারাগারে, মুন্সীগঞ্জ জেলা কারাগারের আব্দুল মান্নান বগুড়া জেলা কারাগারে, রাজবাড়ি জেলা কারাগারের মুজিবুর রহমান নাটোর জেলা কারাগারে এবং পটুয়াখালী জেলা কারাগারের কাজী রশীদ আহম্মেদ বাগেরহাট জেলা কারাগারে ডিউটি করছেন।
কারা অধিদফতর এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সময়ে ৯০ জন প্রধান কারারক্ষীকে সর্বপ্রধান কারারক্ষী পদে পদোন্নতি দেয়ার লক্ষ্য বিভাগীয় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। ওই পরীক্ষায় তারা সবাই উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্য থেকেই দুই দফায় ৬০ জনকে পদোন্নতি প্রদান করা হয়। প্রথমে ৪০ জন পরে ২০ জন। বাকি ৩০ জনকে পদোন্নতি দেয়ার কথা থাকলেও অদ্যাবধি দেয়া হয়নি। তবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাকিদের পদোন্নতি দেয়ার কথা বলা হলেও কর্তৃপক্ষ আর এ ব্যাপারে কোনো পদোন্নতি দেননি বলে অভিযোগ করেন তারা।
গতকাল সোমবার দুপুরে প্রধান কারারক্ষীদের মধ্য বঞ্চিত একাধিক প্রধান কারারক্ষী নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে নয়া দিগন্তকে বলেন, আমাদের ৩০ জনের পদোন্নতি কেন এখনো ঝুলে আছে তা জানতে আমরা সম্প্রীতি কারা অধিদফতরে গিয়েছিলাম। এই বিষয়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন স্যারের সাথে দেখা করতে চাইলে কারা প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তা আমাদের বলেন, আইজি স্যার আমাদের ৩০ জনের পদোন্নতি দেবেন না। প্রমোশনের অর্ডারই তিনি বাতিল করবেন।
এরপর নতুন করে আবার পরীক্ষা নেবেন। এমন কথা শোনার পর তখন আমরা আইজি স্যারের সাথে আর দেখা না করেই চলে এসেছি। পরে আমরা করনীয় নির্ধারণে আইনজীবীর সাথে গিয়ে পরামর্শ করি। তারা বলেন, আইনজীবী আমাদেরকে প্রশাসনিকভাবে সুরাহা না হলে আদালতে রিট মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন। তবে এর আগে আমরা এ বিষয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে চাচ্ছি। চলতি মাসের যেকোনো দিন কারা অধিদফতরের সামনে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিবালয়) গেটের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়ে ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করব। এরপরও যদি সমাধান না হবে তখন আদালতের শরণাপন্ন হবো। রিট দায়ের করব।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের একেকজনের প্রধান কারারক্ষী পদে চাকরির বয়স ১৭-১৮ বছর পার হয়ে গেছে। এই মুহূর্তে পদোন্নতি বাতিল করে যদি নতুন করে সবার সাথে পরীক্ষা নেয়া হয় তাহলে দেখা যাবে জুনিয়ররাই আমাদের পদে এসে ‘বস’ হয়ে যাবে।
তখন তাদের কমান্ডে আমাদের চাকরি করতে হবে। এমন চাকরি করার চেয়ে মানসম্মান নিয়ে চলে যাওয়াই অনেক ভালো। তবে তার আগে নতুন আইজি স্যারের কাছে আমাদের বঞ্চিতদের প্রত্যাশা থাকবে, স্যার যেন আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
গতকাল সন্ধ্যার আগে কারা অধিদফতরের মুখপাত্র ও সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা মৌলভীবাজারে ডেভিল হান্টে অপারেশনে গ্রেফতার ৪৪ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন : প্রধান উপদেষ্টা সিংড়ায় অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিএনজিচালক মিটারের বেশি ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ হুটহাট করে জামিন দেবেন না : আসিফ নজরুল ‘জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান মানুষ মনে রেখেছে’ দেশের পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান সাভারে ডেভিল হান্টে গ্রেফতার ১২

সকল