০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ঢাবি সিনেট ভবনে ‘অ্যাডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ পরিদর্শনে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান -

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের অংশগ্রহণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ ¯িপ্রং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে ঢাকার মার্কিন দূতাবাস এ মেলার আয়োজন করে। ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ মেলা উদ্বোধন করেন।
এ সময় ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকার মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘এডুকেশন ইউএসএ ¯িপ্রং ফেয়ার’ আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিসি বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে ও উপকৃত হবে। ঢাকা বিশ^বিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামি বিশ^বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ^বিদ্যালয়ের স্টল স্থান পায়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ নিজ নিজ বিশ^বিদ্যালয়ে ভর্তি-স্কলারশিপসহ বিভিন্ন তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদান করেন। মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং, বিশ^বিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ঘিওরে মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার গোপালগঞ্জে পরিবারের আপত্তিতে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করা হয়নি শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শাহজাদপুরে নৌকা ডুবি, নিখোঁজ ১ সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ অস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার মুকসুদপুর এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর

সকল