২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বিশ্বমানের ট্যুরিজম পার্ক হচ্ছে কক্সবাজারে

১৮টি দেশী-বিদেশী কোম্পানি বিনিয়োগের অনুমোদন পেয়েছে
-


দেশী-বিদেশী পর্যটক আকৃষ্ট করতে কক্সবাজারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিকমানের ট্যুরিজম পার্ক। দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এই ট্যুরিজম পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গত শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলায় তিনি নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যুগ্ম সচিব দয়ানন্দ দেবনাথ, আবু হেনা মো: মুস্তাফা কামাল, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, সাবরাং ট্যুরিজম পার্ক জোনের পরিচালক আবু লাহেল, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশী-বিদেশী পর্যটক টানতে সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখন পর্যন্ত ১৮টি দেশী-বিদেশী কোম্পানি সাবরাংয়ে বিনিয়োগের অনুমোদন পেয়েছে। কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় প্রায় এক হাজার একর জমিতে গড়ে উঠছে বিশেষ পর্যটন এ অঞ্চল।
তথ্যানুসারে এখন পর্যন্ত সাবরাং পর্যটন অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ১৮টি কোম্পানিকে প্রায় ১৪০ একর জমি বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রায় ৩০ কোটি ২৮ লাখ ডলার বা প্রায় দুই হাজার ৮৭৬ কোটি টাকা বিনিয়োগ করবে।

বিনিয়োগকারীরা এখানে পাঁচতারকা হোটেল, কটেজ ও রিসোর্ট, খেলাধুলাসংক্রান্ত পরিবেশবান্ধব বিভিন্ন স্থাপনা নির্মাণ করবে। এসব প্রতিষ্ঠানে ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এ ছাড়া এখানে থাকবে ক্লক টাওয়ার, লেক, গলফ খেলার স্থান, ইকোপার্ক, জেটিসহ বিভিন্ন স্থাপনা।
সাবরাংয়ে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬টি দেশীয়। এরা হলো হোয়াইট অর্চিড গেস্টহাউজ, মুনলাইট ওভারসিস, গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার, গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস, সানসেট বে, বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস, ইফাদ অটোস, ইফাদ মোটর, ইস্ট-ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, পাটওয়ারী এন্টারপ্রাইজ, ডার্ড গ্রুপের ডার্ড কম্পোজিট টেক্সটাইলস, ডার্ড গার্মেন্ট ও দীপ্ত গার্মেন্ট। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও বিসিএস (প্রশাসন) বহুমুখী কল্যাণ সমবায় সমিতিও সাবরাংয়ে হোটেল-রিসোর্টে বিনিয়োগ করবে। এ ছাড়া দু’টি বিদেশী কোম্পানি সাবরাং এলাকায় হোটেল ও স্থাপনা বানাবে। কোম্পানি দু’টি হলো সিঙ্গাপুরভিত্তিক ইন্টার এশিয়া গ্রুপ ও নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি লিজার্ড স্পোর্টস।
সাবরাং ট্যুরিজম পার্কে বিনিয়োগ করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে সিঙ্গাপুরভিত্তিক ইন্টার এশিয়া গ্রুপ। এ পর্যটন অঞ্চলের ৮৩ একর জমিতে ৮৫৫ কোটি টাকা (৯০ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণ করতে যাচ্ছে তারা। এখানে কর্মসংস্থান হবে প্রায় ছয় হাজার মানুষের।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পর্যটকদের জন্য ১০ একর জায়গায় ৩২৩ কোটি টাকা (৩৪ মিলিয়ন) ব্যয়ে হোটেল ও রিসোর্ট বানাবে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। এখানে কর্মসংস্থান হবে প্রায় ২৮৮ জন মানুষের। পাঁচতারকা মানের হোটেল বানাতে সাবরাং পর্যটন অঞ্চলে ১০ একর জমি বরাদ্দ পাচ্ছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। সংগঠনটি ১০৬ কোটি ৮৭ লাখ টাকা বিনিয়োগ করবে এখানে।
একটি পাঁচতারকা হোটেল তৈরি করতে গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস ও সানসেট বে প্রায় ২৫১ কোটি ৬৫ লাখ টাকা বিনিয়োগ করবে। পর্যটন অঞ্চলের তিন একর জমিতে খেলাধুলাসংক্রান্ত পরিবেশবান্ধব স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার।
কোম্পানিটি ৫২ কোটি টাকার মতো বিনিয়োগ করবে। পর্যটকদের জন্য স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেইলিং, বিচ ভলিবল ইত্যাদি সুবিধা দেবে তারা। তিন একর জমিতে ৭৪ কোটি টাকা ব্যয়ে হোটেল, মোটেল ও রিসোর্ট বানাবে মুনলিট ওভারসিজ। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৯৩৬ জন মানুষের।

 


আরো সংবাদ



premium cement
উইকেটে তাসকিনের ২৫ সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে

সকল