২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

চট্টগ্রামে ৫ দিনব্যাপী তাফসির মাহফিল শুরু কাল

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সংবাদ সম্মেলনে নেতারা : নয়া দিগন্ত -


বন্দর নগরী চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে ঐতিহাসিক প্যারেড ময়দানে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। টানা দেড় যুগ পর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র স্মৃতিবিজড়িত এই মাহফিলকে ঘিরে চট্টগ্রামজুড়ে উৎসাহের কমতি নেই। মাহফিলের জন্য প্যারেড ময়দান ও আশপাশের এলাকায় আয়োজনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিলের আয়োজক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। মাহফিলস্থলের বাইরে পৃথক কয়েকটি স্থানে মহিলাদের জন্য পৃথকভাবে তাফসির শোনার ব্যবস্থা ছাড়াও কয়েক বর্গমাইল এলাকাজুড়ে এলইডি ডিসপ্লেসহ মাইক স্থাপন করা হচ্ছে।
মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান প্রমুখ। লিখিত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, এবারের তাফসির মাহফিলের প্রস্তুতি কাজ আরো আগে থেকে শুরু হয়েছে। এ উদ্দেশ্যে তাফসির এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ তায়ালার মেহেরবাণীতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি, মাহফিলে বিপুল শ্রোতার সমাবেশ ঘটবে। আমরা অনুভব করছি সেই তুলনায় মাঠটি যথেষ্ট নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। মাহফিলের উদ্বোধন ও সভাপতিত্ব করবেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
পাঁচ দিনব্যাপী মাহফিলে প্রতিদিনের জন্য একজন করে প্রধান আলোচক থাকবেন। প্রথম দিনে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করবেন ইসলামী বক্তা হযরত মাওলানা আবদুল্লাহ আল আমীন, দ্বিতীয় দিন আলোচনা পেশ করবেন মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, তৃতীয় দিন আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির হযরত মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী, চতুর্থ দিন আলোচনা করবেন মাওলানা মুফতি আমির হামযা এবং সমাপনী দিন আলোচনা পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়া প্রতিদিন স্থানীয় ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন।
প্রসঙ্গত: ১৯৭৮ সালে শুরু হওয়া চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল টানা ২০০৬ সাল পর্যন্ত অনুষ্টিত হয় প্রতি বছর। কিন্তু ওয়ান ইলেভেন সরকারের সময়ে ২০০৭ সালে মাহফিল আয়োজন করা যায়নি। ২০০৮ সালে মাহফিলের উদ্যোগ নিয়েও আওয়ামীলীগের তীব্র বিরোধিতা এবং ওয়ান ইলেভেন সরকারের যৌথ বাধায় মাহফিল আয়োজন করা যায়নি। এরপর হতে দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে মাহফিল আয়োজন করতে দেয়া হয়নি।

 


আরো সংবাদ



premium cement
সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’

সকল