২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

ফরিদপুরে যুবদল নেতাকে হত্যা

-

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গীতে পদ্মার চরে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের নাম মিরান খান (৩৫)। তিনি একই ইউনিয়নের সাদীপুরের জালাল খানের ছেলে। মিরান আলীয়াবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পদ্মার চরের বালু, মাছ ও ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ছিলেন। মিরান বিবাহিত এবং তার দু’টি মেয়ে রয়েছে। তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।
নিহতের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে গদাধরডাঙ্গীতে মাছ ধরতে যান মিরান। এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে। মিরান ডাকাতি ও মাদক কারবারের সাথে জড়িত ছিল।
মিরানের ছোট ভাই ইরান খান বলেন, তিন মাস আগে মাছ ধরা নিয়ে তন্ময় নামে এক যুবকের সাথে আমার ভাইয়ের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় থানায় জিডিও করা হয়। তারাই আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মনি শিকদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতেই পুলিশকে খবর দেয়া হলেও কুয়াশার কারণে তারা ঘটনাস্থলে যেতে পারেনি। ভোরের দিকে নিহতের আত্মীয়স্বজনেরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ফরিদপুর মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান জানান, শুক্রবার ভোর ৬টার দিকে মিরান নামে যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো: জাফর ইকবাল বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কে-বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। নিহত যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে সন্ত্রাসীর গুলি, মা-ছেলে আহত দুর্নীতির তদন্তের পর এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি সুদের হার হ্রাসের সিদ্ধান্ত স্থগিত করছে মার্কিন ফেডারেল রিজার্ভ ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল! মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই নোয়াখালীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা ইসরাইলের নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রির ঘরে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইলের বাধা দেয়ার অভিযোগ হামাসের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০

সকল