২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

জাবিতে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ২০২৫-এর তালিকা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান,
অফিস ও প্রচার সম্পাদক মো: মাজহারুল ইসলাম,
অর্থ সম্পাদক মো: রাকিবুল হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো: রাকিবুল ইসলাম,
ছাত্রকল্যাণ সম্পাদক মো: তৌহিদ হাসান, বিজ্ঞান সম্পাদক মো: তৌফিক হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ, গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো: সাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মো: তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক মো: রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো: মাহাদী হাসান,
মানবাধিকার সম্পাদক মো: রায়হান উদ্দীন, তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ । নতুন কমিটি নিয়ে শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আলহামদুলিল্লাহ আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেট আপ সম্পন্ন করতে পেরেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীল ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারব। এ কাজে ক্যাম্পাসের সব অংশীজনের সাহায্য ও সহযোগিতা কামনা করি। এর আগে গত ৩ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয় । সভাপতি মুহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। সেক্রেটারি মোস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

 

 


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে সন্ত্রাসীর গুলি, মা-ছেলে আহত দুর্নীতির তদন্তের পর এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি সুদের হার হ্রাসের সিদ্ধান্ত স্থগিত করছে মার্কিন ফেডারেল রিজার্ভ ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল! মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই নোয়াখালীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা ইসরাইলের নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রির ঘরে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইলের বাধা দেয়ার অভিযোগ হামাসের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০

সকল