২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
শ্রমিকদের গণসমাবেশ

বেক্সিমকোর কারখানা খুলে দেয়া না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা

বন্ধ সব কারখানা খুলে দেয়ার দাবিতে গনসমাবেশে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা : নয়া দিগন্ত -

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪২ হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার জীবন সুরক্ষার স্বার্থে এবং বন্ধ সব কারখানা খুলে দেয়ার দাবিতে গণসমাবেশ করেছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। তারা কারখানা খুলে দেয়াসহ দাবিসমূহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে না মানলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী বেক্সিমকোর শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসীর ব্যানারে আশুলিয়ার শ্রীপুরস্থ সানসিটি মাঠে ৪২ হাজার শ্রমিকের অংশগ্রহণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সব কারখানা খুলে দিন, দেশের সম্পদ রক্ষা করি গার্মেন্টস শিল্প সচল রাখি, সুঁই সুতোতো নিত্য বুনি বস্তু শত শত, বেক্সিমকো কারখানা না খুলিলে, না খাইয়ে শ্রমিক মরবে শত শত, অতি অবিলম্বে ফ্যাক্টরি খুলে দিন ৪২ হাজার পরিবার বাঁচান, আমরা স্বাধীন দেশে কর্ম করে পরিবার নিয়ে বাঁচতে চাই-সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে গণসমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু কর্মসূচি ঘোষণা করেন। তিনি বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেক্সিমকোর সব কারখানা খুলে দেয়া না হলে কমপ্লিট শাটডাউনে যাওয়া হবে। তবে আগামীকাল (বুধবার) বেলা ৩টা থেকে সানসিটি মাঠে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ দিকে, শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, আজ বুধবারের মধ্যে বেক্সিমকোর বন্ধ সব কারখানা খুলে দেয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজনে আমরণ অনশন শুরু করা হবে এবং ঢাকাতে গিয়ে আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।


আরো সংবাদ



premium cement