সৈয়দ নজরুল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ ২ রোগীর মৃত্যু
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১১
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইপি গ্যাস্ট্রিক হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে সৃজনশীল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)। অপরদিকে খাদ্যনালীতে ফোটার কারণে গত ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২)। গতকাল সকালে দু’জনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দু’জনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই দু’জন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অভিযোগ রয়েছে, ‘নর কিউ’ নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দু’জন তরতাজা যুবকের। তাদের মৃত্যুর খবরে আত্মীয়স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে বিক্ষোভও করেন। তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
জহিরুল ইসলামের বড় ভাই মাসুক মিয়া বলেন, শুধু নার্স না চিকিৎসকেরাও জড়িত। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। চিকিৎসকেরা কী করছে? এই ওয়ার্ডে নার্সসহ যে যে চিকিৎসক দায়িত্বে আছে সবার বিচারের দাবি জানাই। আমার ভাইয়ের বয়সই কত হয়েছিল। ২২ বছর বয়সেই ওদের ভুল চিকিৎসায় আমার ভাই মারা গেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত হাসপাতালের নাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। তারা ব্যস্ত থাকেন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের দালালি নিয়ে। তাদের গাফিলতির কারণে সাধারণ জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। আজকের এই ঘটনাও তাদের গাফিলতির কারণে ঘটেছে বলে মনে করি। এই হাসপাতালের আমূল সংস্কার প্রয়োজন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: হেলিশ রঞ্জন সরকার, ভুল চিকিৎসায় দু’জনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক অজয় কুমার সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।