২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ইঞ্জিনিয়ার মোশাররফ আরো ৯ মামলায় গ্রেফতার

-

পতিত সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরো ৯টি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।
গতকাল সকালে চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে হাজির করা হলে বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার রাতে তাকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে তিনটি মামলার শুনানি হয়। এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে আরেকটি মামলার শুনানি হয়। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারকরা তা নামঞ্জুর করেন। তবে তার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ অক্টোবর ঢাকায় নিজ বাসা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায়ও একটি মামলা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল





up