১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ইঞ্জিনিয়ার মোশাররফ আরো ৯ মামলায় গ্রেফতার

-

পতিত সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরো ৯টি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।
গতকাল সকালে চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে হাজির করা হলে বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার রাতে তাকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে তিনটি মামলার শুনানি হয়। এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে আরেকটি মামলার শুনানি হয়। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারকরা তা নামঞ্জুর করেন। তবে তার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ অক্টোবর ঢাকায় নিজ বাসা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায়ও একটি মামলা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement