নবাব স্যার সলিমুল্লাহ’র ১১০তম মৃত্যুবার্ষিকী আজ
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৯
আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমানে বুয়েটে উন্নীত) ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার ও ভূমিদাতা, নবাব স্যার সলিমুল্লাহ’র ১১০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ পুরান ঢাকার বেগমবাজারে নবাব পরিবারের কবরস্থানে নবাব স্যার সলিমুল্লাহ’র মাজারে আজ সকাল ১০টায় ফাতেহা পাঠ এবং বেলা ৩টায় পল্টনস্থ মুসলিম লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদার বক্তব্য রাখবেন মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম , স্থায়ী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি মো: নজরুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা , অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম , সাংগঠনিক সম্পাদক খান আসাদ , প্রচার স¤পাদক শেখ এ সবুব। বিজ্ঞপ্তি।