নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি
গণমাধ্যমকে গোয়েন লুইস- বিশেষ সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে কী কী ধরনের সহায়তা প্রয়োজন, তার মূল্যায়ন শুরু হয়েছে। এ কথা জানিয়েছেন ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, তারা বোঝার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের কী ধরনের সহায়তা প্রয়োজন। ইসি, সুশীল সমাজ, শিক্ষাবিদ, রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে আগামী ১০ দিনের মধ্যে এ মূল্যায়ন সম্পন্ন করবে সংস্থাটি।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল ইউএনডিপির একটি প্রতিনিধিদল ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠক শেষে ইউএনডিপি ও ইসির পক্ষ থেকে সাংবাদিকদের এ কথাগুলো জানানো হয়। ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সাথেও সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন সহায়তা চেয়ে জাতিসঙ্ঘকে একটি চিঠি দিয়েছিল। তাদের কারিগরি সহায়তা প্রয়োজন, তা মূল্যায়নের জন্য একটি নিড অ্যাসেসমেন্ট টিম এসেছে। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, পাবলিক ক্যাম্পেইন এসব বিষয়ে সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।
আর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রক্রিয়ায় সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিল। প্রাতিষ্ঠানিক, যোগাযোগসংক্রান্ত, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে এ সহযোগিতা চেয়ে। এটি পর্যালোচনার জন্য প্রতিনিধিদলটি এসেছে। তিনি বলেন, ইসির কর্মকর্তাদের সাথে কথা বলার পাশাপাশি আরো অংশীজনের সাথে কথা বলে ১০ দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবার বৈঠক হবে। ইসি সচিব বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ, কাজের পরিধি ঠিক করে নেয়া। পরবর্তী সময়ে আরো যোগাযোগ হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা