ঢাবি তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ‘আইআইটি ডে’ উদ্যাপিত
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষে গতকাল সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘আইআইটি ডে’ উদ্যাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রোভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রোভিসি চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজ ও দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এ প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের সদ্ব্যবহার করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন, বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন, বক্তৃতা প্রদান, প্রপোজাল ও প্রজেক্ট রাইটিং, প্রবন্ধ রচনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কলাকৌশল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানের ১ম পর্বে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের ৮ম, ৯ম ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা