১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

তথ্য মন্ত্রণালয়ে আইন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

তথ্য মন্ত্রণালয়ে আইনবিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন সচিব মাহবুবা ফারজানা : নয়া দিগন্ত -

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশলবিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা।
দাফতরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্বের কথা উল্লেখ করে তথ্য সচিব বলেন, দাফতরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি দাফতরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মচারীদের আইনসংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত।
এ সময় তিনি তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো: মাসুদ পারভেজসহ মন্ত্রণালয় ও অধীন দফতর সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement