১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো দেশের মানুষ ভালোভাবে নেয়নি : রিজভী

বৈষম্যবিরোধী আন্দোলনে গেন্ডারিয়ায় শহীদ আনাসের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে বক্তব্য রাখেন রিজভী আহমেদ : নয়া দিগন্ত -


শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে আইনের শাসন থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি ভারত আইনের শাসন মানে না। সব সময় আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে।

গতকাল চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনে গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শহীদ শাহরিয়ার খান আনাসের পরিবারের সাথে দেখা করার পর তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা শহীদ পরিবারে পৌঁছে দেন রিজভী।
যারা আন্দোলনকারীসহ শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে, তাদের কি বিচার হবে না? অন্তর্বর্তী সরকারকে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী- পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে শিশু, তরুণ, যুবকদের। অথচ তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? জুলাই আগস্টের হত্যাকারীদের সবার আগে গ্রেফতার করে বিচারে মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এ সরকার তো রক্তস্নাত সরকার, কারণ শিশু-যুবক-কৃষক-শ্রমিকদের রক্তের ওপর দিয়ে এ সরকার গঠিত হয়েছে। এ সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেয়া।
আনাসের চিঠি পড়ে আপ্লুত হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই বাচ্চারা এত উদ্দীপ্ত। দেশের জন্য, দেশের মানুষের জন্য। একটা মহান কিছু আবিষ্কারের জন্য। এই বয়সে যে তারা (ছাত্র-জনতার আন্দোলনের শহীদরা) এরকম সঙ্কল্পবদ্ধ হতে পারে, এই চিঠিতে আমি তা পেয়েছি। এ সময় তিনি আনাসের চিঠিটি পড়ে শোনান।

রিজভী বলেন, এই চিঠিটি পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ, এই আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার মনে হয়েছে, তাদের কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। এই নিষ্পাপ ছেলেগুলোকে শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই খুন করেছে।
ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জানিয়ে রিজভী বলেন, এটাই ইউনূস সরকারকে বুঝতে হবে। কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রেসক্রিপশনে সাবান, গুঁড়া দুধ, ওষুধের দাম বাড়বে? কেন সেগুলোর ওপর ভ্যাট বাড়ানো হবে? এটার জন্যই কি আনাস-জুনায়েদরা রক্ত দিয়েছে?
জনগণ যদি তার জিনিসপত্র স্বাভাবিক মূল্যে কিনতে না পারেন তাহলে জুনায়েদ- আনাস-ইয়াসিনদের রক্ত বৃথা যাবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের সঞ্চালনায় আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশরাফ বকুল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য হামিদুর রহমান হামিদ, স্বেচ্ছাসেবক দল সহসভাপতি ডা: জাহিদুল কবির, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল সহসভাপতি ডা: আউয়াল প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement