০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান

জুলাই-আগস্টের আন্দোলনের ফলে ন্যায্য কাজের স্বাধীনতা পেয়েছি

-

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো: মাসুদ করিম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের ফলে আমরা ন্যায্য কাজ করার স্বাধীনতা পেয়েছি। এ ক্ষেত্রে ঐক্য ধরে রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। মাদক চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের তথ্য আমাদের সরবরাহ করে সহযোগিতা করুন। আব্দুল্লাহপুরের যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল ডিএমপির উত্তর খান থানা ভবনে ছাত্র-জনতা ও নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এই ডিএমপি কর্মকর্তা বলেন, পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সেজন্য আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সে ক্ষেত্রে জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। যে পুলিশকে আপনারা মনেপ্রাণে ধারণ করেন আমরা তেমন পুলিশ হওয়ার জন্য কাজ করছি। দৃশ্যমান পরিবর্তন আনতে যা যা করা প্রয়োজন তার সব কিছুই আমরা করছি।

তিনি বলেন, থানা হলো পুলিশি সেবার মূল জায়গা। যেখান থেকে আপনারা আইনানুগ সেবা পেয়ে থাকেন। তাই থানাকে সব শ্রেণী-পেশার মানুষের জন্য কার্যকর করে গড়ে তুলতে আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। থানার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার দেখভাল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ। এই থানা আপনাদেরই, আগামীকাল হয়তো এখনকার পুলিশ বদলি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের যে কার্যক্রম তার ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজ সবসময়ের মতো অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদের কণ্ঠ ধরে রাখবে বলে আশা করছি। অপরাধের হাতবদলের সংস্কৃতি যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে ভালো কাজে আপনাদের সমর্থন সবসময় অব্যাহত রাখবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তর খান থানা এলাকার বাসিন্দারা তার কাছে নিজেদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 


আরো সংবাদ



premium cement