০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শেখ হাসিনার অনুগত আমলাদের অপসারণ করুন : মুসলিম লীগ

-

বাংলাদেশ মুসলিম লীগের নেতারা বলেছেন: বিগত ১৫ বছর ধরে দিল্লির স্বার্থ সংরক্ষণকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত আমলাদের অপসারণ করুন। অন্তর্বর্তী সরকারের প্রতি দলটি এ আহ্বান জানায়। নেতারা বলেন, কর্তৃত্ববাদী শাসন, অবাধে অর্থ লুণ্ঠন, বিদেশে বিপুল অঙ্কের অর্থ পাচার ইত্যাদির মতো অপরাধের বিরুদ্ধে আন্দোলন করে সফল হওয়া ছাত্র-জনতা পতিত সরকারের রাষ্ট্রদ্রোহিতা, গণহত্যা ও দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের ন্যায় বিচার করে দেশে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রবর্তনের বিপুল আকাক্সক্ষা নিয়ে ৮ আগস্ট নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে।
মুসলিম লীগ নেতারা বলেছেন, গণহত্যা ও রাষ্ট্রের অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা নজিরবিহীনভাবে পালিয়ে ভারত আশ্রয় নিলেও সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে, প্রতিরক্ষা ও পুলিশ বিভাগে দিল্লি অনুগত ও পতিত সরকারের সহযোগী এবং অর্থ লোপাটের সাথে সংশ্লিষ্ট কিছু মুখ চেনা আমলা ও কর্মকর্তা আজো বহাল তবিয়তে কর্মরত আছেন, তাদের কেউ কেউ পদোন্নতিও পাচ্ছেন। এই সব দুর্নীতিবাজরা শেখ হাসিনার জন্য নয়, নিজেদের কৃত অপরাধ ও অপকর্মের প্রমাণাদি লোপাট করতে তৎপর হয়ে উঠেছেন।
গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্টির নির্বাহী সভাপতি আবদুল আজীজ হাওলাদের সভাপতিত্বে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কর্মরত শেখ হাসিনার অনুগত কর্মকর্তাদের অপসারণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সহ-সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনী, প্রকাশনা সম্পাদক আবদুল আলীম, দফতর সম্পাদক খন্দকার. জিল্লুর রহমান, মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি নুর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement