০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

দুই এসপির বদলির আদেশ বাতিল
-


দেশের বিভিন্ন স্থানে পুলিশের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত মহাপরিদর্শক, তিনজন উপমহাপরিদর্শক ও ১১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দু’জন এসপির বদলির আদেশ বাতিল করা হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। নাটোরের এসপি মারুফাত হুসাইনকে দিনাজপুরের এসপি হিসেবে, পুলিশ সদরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি মিজানুর রহমানকে টাঙ্গাইলের এসপি হিসেবে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাহবুব হাসানকে সিআইডিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ (এসবি) শাখার এসপি মো: জাকির হোসেনকে দিনাজপুরের এসপি হিসেবে এবং এসপি পদমর্যাদার গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো: আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ৯ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলির কথা জানানো হয়। তাদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ১৩) অধিনায়ক তোফায়েল আহাম্মদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-টিআর পদে), নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার, এসবি ঢাকার এসপি জেসমিন কেকাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, সুনামগঞ্জের এসপি পদমর্যাদার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমাকে রেলওয়ে পুলিশের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির উপকমিশনার হুমায়রা পারভীনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি, এসবি ঢাকার এসপি আবুল কাশেম মো: বাকী বিল্লাহকে দিনাজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিএমপির উপকমিশনার মাহমুদুল হাসানকে সিলেটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব দাসকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ৩০ ডিসেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দেবেন।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল