সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বসুন্ধরা গার্মেন্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করেছে। এ সময় শ্রমিকরা সড়কে বিক্ষোভও করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধ থাকা কারখানাটির শ্রমিকরা নভেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে সড়কটি অবরোধ করেন। এ সময় কারখানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিল না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
ঢাকা শিল্প পুলিশের এসপি (আশুলিয়া)-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া নয়া দিগন্ত বলেন, কারখানা আজ (সোমবার) খোলার কথা ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা