২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির নির্বাচন আজ

-

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির নির্বাচন আজ শনিবার। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার সোসাইটির ইলেকশন মনিটরিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা: এ বি এম ছফিউল্যাহ জানিয়েছেন, নির্বাচনে মোট ১২ পদের জন্য ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের নির্বাচনে দু’জন সহসভাপতি, একজন কোষাধ্যক্ষ, একজন যুগ্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং সাতজন কার্যকরী সদস্য পদে ভোটারদের ভোট দিতে হবে। এর আগে সভাপতি পদে অধ্যাপক ডা: এ কিউ এম মোহসেন ও মহাসচিব পদে অধ্যাপক ডা: দেওয়ার সাইফুদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির মোট সদস্য ২৮৯ জন। নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মহাখালীর ন্যাশনাল গ্রাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটে।


আরো সংবাদ



premium cement