২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন হবে : আসিফ মাহমুদ

-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেন, ছাত্র-জনতার একদফা আন্দোলন ছিল ফ্যাসিবাদ সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই একদফা বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সব প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা প্রয়োজন, এই সংস্কার এজেন্ডা নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলেই আমরা সেই রিপোর্ট বাস্তবায়নের চেষ্টা করব। আমরা আহ্বান জানাবো- রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে প্রতিটি সংস্কার কমিশনকে সহযোগিতা করবে। তাদের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সবাইকে সাথে নিয়েই সংস্কার করা হচ্ছে। এ সংস্কারে জনগণের গণ-অভ্যুত্থানের আশা-আকাক্সক্ষা বাস্তবায়িত হবে।

গতকাল মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরো বলেন, আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। রাজনৈতিক কী সিদ্ধান্ত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী করছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাদের সরকারের পক্ষ থেকে একটা টাইম লাইন দেয়া হয়েছে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটা পুরোপুরি নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর। দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো: আবুল হোসেন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ আলম, দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম সেবা), কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খানসামা উপজেলার পাকেরহাটে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উভয় উপজেলায় প্রায় ২ হাজার অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না
খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
তথা উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণের আগে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি খানসামা উপজেলায় লাইব্রেরি তৈরিতে ৫০ লাখ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লাখ টাকাসহ মোট এক কোটি টাকা জেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দের ঘোষণা করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর। এ ছাড়াও তিনি পাকেরহাট গ্রোয়াস মার্কেটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় খানসামা উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল ও শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।


আরো সংবাদ



premium cement
রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রস্তুতি চলছে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

সকল