নিষেধাজ্ঞা অমান্য করে সালমান এফ রহমানের কারখানায় নির্বাচন
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬
নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচন সম্পন্ন করে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে বিজয় ছিনিয়ে নিয়েছেন শ্রমিক লীগ নেতারা। টঙ্গী ইজতেমা ময়দানের কাছে সাইনোভিয়া ফার্মা কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নির্বাচনে কারচুপি করে শ্রমিক লীগ নেতাদের জেতানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারে দুই বা ততোধিক ব্যক্তির জমায়েত বা সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই ওই নির্বাচন সম্পন্ন করা হয়।
জানা গেছে, তড়িঘড়ি করে অতি গোপনীয়তার সাথে ওই নির্বাচনের আয়োজন করা হয়। গত ১৭ ডিসেম্বর প্রতীকসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের একদিন পরই গত ১৯ ডিসেম্বর ভোট নেয়া হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ নির্বাহী কমিটির ১১ পদেই শ্রমিক লীগ নেতাদের জেতানো হয়েছে। নবনির্বাচিত সভাপতি শ্রমিক লীগ নেতা শামসুল আলম বিগত ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ছিলেন।
এ ব্যাপারে সাইনোভিয়া ফার্মার সিবিএ নির্বাচন উপকমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার কাজী মোরশেদ বলেন, এটি বহুজাতিক কোম্পানি, এখানে আমেরিকান স্টাইলে নির্বাচন হয়। কোনো মিছিল ও সমাবেশ হয় না। আলোচিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পুলিশ এসে যখন নির্বাচনে বাধা দেয় তখন ভোটগ্রহণ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছিল। তাই নির্বাচন বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সালমান এফ রহমানের মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, ওনার মাত্র ২ ভাগ শেয়ার ছিল যা গত ৫ আগস্টের পর প্রত্যাহার করে নেয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম (ওসি) বলেন, নির্বাচনে পুলিশের সহযোগিতা চেয়ে গত ১৮ ডিসেম্বর কারখানার একজন পত্রবাহক এসেছিল, আমরা নির্বাচন করতে নিষেধ করে দিয়েছিলাম। পরদিন সকালে খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়ে নির্বাচন বন্ধ করে দিই। পরবর্তীতে তারা কারখানার ভেতর নির্বাচন করেছে কি না তা আমাদের জানা নেই।