২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেকৃবিতে শিক্ষকদের রুমে তালা দেয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

-

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের বিরুদ্ধে সম্প্রতি শিক্ষার্থীদের হল ছাড়তে হুমকি, শিক্ষকদের রুম তালাবদ্ধ করা এবং আশপাশের দোকানগুলোতে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন অভিযোগ শোনা গেলেও এবার এর কেন্দ্রে উঠে এসেছে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে, কৃষি অনুষদের অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. আয়েশা আক্তার, সহযোগী অধ্যাপক ড. দেবু কুমার ভট্টাচার্য এবং সহযোগী অধ্যাপক রুহুল আমিনের রুম তালাবদ্ধ করে দেন ছাত্রদল সমর্থিত কয়েকজন শিক্ষার্থী। অভিযুক্তদের মধ্যে আছেন আহসান হাবীব, জিব্রিল শরীফ, রাশেদসহ কয়েকজন।
অভিযোগ রয়েছে হলগুলোতে গিয়ে প্রায় ১০ জন শিক্ষার্থীকে হল ছাড়ার জন্য হুমকি দেয়া হয়েছে। এ তালিকায় জিব্রিল শরীফ, সাজু ইসলাম, আহসান হাবীব এবং হামিদুর রহমান হিমেলসহ ১২ জনের নাম উঠে এসেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউ কেউ নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে হল ছাড়ার নির্দেশ পেয়েছেন, আবার কারো ওপর তাৎক্ষণিক চাপ সৃষ্টি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী বলেন, ‘জুলাই আন্দোলনের সময় যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কিভাবে হলে থাকার সুযোগ দেয়া হয়? কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ নেই, বরং সেসব শিক্ষার্থীদেরকেই বলা হয়েছে, যারা আন্দোলন দমনে সরাসরি ভূমিকা রেখেছিল।’

এ দিকে, শিক্ষকদের রুম তালাবদ্ধ করার বিষয়ে ছাত্রদল-সমর্থিত জিব্রিল শরীফ বলেন, ‘যেসব শিক্ষক ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নিতে দীর্ঘসূত্রিতা দেখে আমরা প্রতিবাদস্বরূপ এ পদক্ষেপ নিয়েছি।’
তথ্যসূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীরা মূলত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হলেও তাদের অনেকেই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়া আশপাশের দোকানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মীয়স্বজন ও অনুসারীদের দোকান বসানো এবং সেখান থেকে চাঁদা দাবি করার অভিযোগও উঠেছে। তথ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা ছিল বলে জানা গেলেও, অভিযুক্তরা এ বিষয়ে দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদলের লিখিত সদস্য ছাড়া কারো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। এসব বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সকল