২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা

-

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন ছয়টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেয়া হবে বলেও জানান তিনি।
গতকাল সোমবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে তিনি এসব কথা জানান।
নৌ উপদেষ্টা বলেন, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেয়া হয়েছে। পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে ৩০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ স¤পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক।
৫৮তম ব্যাচে নটিক্যাল শাখায় ১১৮ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন ক্যাডেটসহ মোট ২৩৮ জন ক্যাডেট মেরিন একাডেমিতে দুই বছর একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখায় মো: ইবনে ফয়সাল তানভীর মজুমদার, ক্যাডেট নং-৫৭৪৩ এবং প্রকৌশল শাখায় ইফফাদ হাসান অনিক, ক্যাডেট নং-৫৬১১ কে নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৫৮তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সব ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো: মিনহাজ সাদমান, ক্যাডেট নং-৫৬৯০ কে মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়। ক্যাডেটরা প্রশিক্ষিত হয়ে দেশী-বিদেশী সমুদ্রগামী জাহাজে যোগদান করে থাকেন। ৫৮তম ব্যাচের ২৩৮ জন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পণ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা: শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু

সকল