রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেফতার
সেনাবাহিনীর অভিযানে আটক ২৬- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার সকাল ৮টা থেকে শুরু করে গতকাল সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর মধ্যে লালবাগ বিভাগে সব থেকে বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস এন মো: নজরুল ইসলাম। এ দিকে গত ৪ দিনে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মোট ২৬ জন অপরাধীকে আটক করেছে। গতকাল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত রোববার সকাল থেকে শুরু হওয়া অভিযানে রমনা বিভাগে আটজন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগ আটজন ও গুলশান বিভাগে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
তিনি বলেন, ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যেক রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছেন এবং তদারকি করছেন। এ ছাড়া ডিএমপি কন্ট্রোল রুম থেকে ওয়ারলেসে পেট্রোগুলোর লোকেশন নেয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না সেটিও তদারকি করা হচ্ছে।
এ দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানায়, আটক ২৬ জনের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িতরা অন্তর্ভুক্ত আছে। অভিযানের সময় কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারাল অস্ত্র ও অবৈধ অর্থ জব্দ করা হয়। উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা