২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুন্সীগঞ্জে পুলিশ সদস্যকে গুলি করে পানিতে ফেলে দিলো সন্ত্রাসীরা

-

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে এক পুলিশ সদস্যের ওপর গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষের লোকজন। গুলি করার পর তাকে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যের নাম রুহুল আমিন রুবেল (৩৮)। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের আঁধার মানিক গ্রামের আব্দুল হকের ছেলে। ছুটি কাটাতে তিনি বাড়িতে এসেছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত পুলিশ সদস্য রুহুল আমিনের বাবা আব্দুল হক বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী চুন্নুর পরিবারের সাথে তাদের বিরোধ চলছিল। এর মধ্যে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে বাড়ির পাশের মাচায় বসেছিলেন। এ সময় চুন্নু, তার ছোট ভাই মানিক, বাবু, আওয়ামী লীগ নেতা ইমামপুর গ্রামের তাইফুর-সহ আরো কয়েকজন অতর্কিতভাবে তার ছেলের ওপর হামলা চালায়। প্রথমে তারা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। পরে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে, এর মধ্যে দু’টি গুলি তার গায়ে লাগে। পরে তাকে পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আহত রুহুল আমিন রুবেল একজন পুলিশ কনস্টেবল। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত ছিলেন। মানসিক সমস্যার কারণে কয়েক মাস যাবৎ ছুটি নিয়ে বাড়িতেই অবস্থান করছেন। খেলনা পিস্তল দেখিয়ে মানুষকে ভয় দেখানোসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপক সমালোচিত ছিলেন তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনার একটি খবর পেয়েছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

 


আরো সংবাদ



premium cement