এস এম রুহুল আমীনের এমফিল ডিগ্রি লাভ
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাজচিন্তক, সংগঠক, লেখক, গবেষক ও শিশুসাহিত্যিক এস এম রুহুল আমীনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে তার এমফিল গবেষণার বিষয় ছিল ‘সামাজিক জীবনে মহানবী হজরত মুহাম্মাদ সা:-এর আদর্শের প্রয়োজনীয়তা ও প্রভাব, Necessity and Impact of the Ideology of Hazrat Muhammad (S.M) on Social Life.
তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইউসুফ ইবন হোছাইন। এস এম রুহুল আমীন পটুয়াখালী জিলাধীন বাউফল উপজিলার সিংহেরাকাঠী গ্রামের সরদার মুহাম্মাদ ফয়েজ উদ্দীন ও মোসা: সুফিয়া বেগমের সাত সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ইতঃপূর্বে শিক্ষাজীবনের সর্বস্তরে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছেন। বর্তমানে একজন শিশুসাহিত্যিক ও সুলেখক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। তার বইগুলো প্রকাশ করেছে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি, শিশুতোষ বই ঘর, সাব্বির পাবলিকেশন, বুক পয়েন্ট, ফাহিম বুক ডিপো, মুসলিম ভিলেজ ইত্যাদি স্বনামধন্য প্রকাশনা সংস্থা। এক ছেলে ও দুই মেয়ের বাবা এস এম রুহুল আমীন ভবিষ্যতে উচ্চতর গবেষণা ও রাসূল সা:-এর আদর্শভিত্তিক কুরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করেন এবং সে অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা