আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের ফতেহ আলী
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৬
ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের জন্য গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ বসছে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এই চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানি বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান।
আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্য্ত্থুানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।
কনসার্টে আরো গান গাইবে জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সঙ্গীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই স্পিরিট অব জুলাই কনসার্ট হচ্ছে। এই আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, এই চ্যারিটি কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।
এতে বলা হয়, বর্ণিত কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেটের দিক হতে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনগুলো বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করতে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।
এ ছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে একই পথ ব্যবহারে প্রাধান্য দেয়া হবে। এই বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে। মহতি এই উদ্যোগকে সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে সেনাবাহিনী কর্তৃক কোনো ভেন্যু চার্জ নেবে না। এ ছাড়া কনসার্টের টিকিট ও ভেন্যুর ওপর সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।