২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পেশাজীবী সদস্য সম্মেলন

জীবন দিয়ে হলেও দেশের ভূখণ্ড রক্ষা করব : রফিকুল ইসলাম খান

রাজধানীতে জামায়াতের পেশাজীবী সদস্য সম্মেলনে নেতৃবৃন্দ : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও আমরা জামায়াতের সদস্যরা রক্ষা করব সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে দেশবাসীকেও আমরা আহ্বান জানাচ্ছি। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত একটি স্বপ্নের মতো সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। ভিন্ন ধর্মের অনুসারী ভাইদের বলি, আমরা এ দেশে কোনো সংখ্যালঘু আছে এমন কিছু মনে করি না। আমরা সবাই এ দেশের বৈধ নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল প্রত্যেকে উপভোগ করতে চাই।
গতকাল ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে হবে। সব দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আর দেশে যারা সৎ, নিষ্ঠাবান ও বঞ্চিত অফিসার আছেন, দায়িত্ব পালনে সক্ষম আছেন তাদেরকে দ্রুত যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ করে দেন। সেই সাথে দাবি জানাই দ্রুত নতুন ভোটার তালিকা তৈরির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন অফিস হতে বলা হয়েছে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে। তাদের দিকে প্রশ্ন ছুড়ে রফিকুল ইসলাম খান বলেন, সরকারি অফিসে বসে তাহলে আপনাদের কাজটা কি? গত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা আপনাদের দায়িত্ব সম্পর্কে এখনই সচেতন হোন নচেৎ মানুষ আপনাদের ধৃক্কার জানাবে। সামনে সঠিক জনমত প্রকাশের স্বার্থে নতুন ভোটার তালিকা করতে হবে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামী আদর্শের আলোকে সত্যিকার আধুনিক বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই

সকল