১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি

-

খ্রিষ্টান সম্প্রদায়ের আসন্ন শুভ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জন্য থানা পুলিশের পাশাপাশি থাকবে বিপুলসংখ্যক গোয়েন্দা পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, কুইক রেসপন্স টিম এবং সোয়াট টিমসহ অন্যান্য টিমের সদস্যরা। দু’টি অনুষ্ঠানেই ওড়ানো যাবে না ফানুস, ফাটানো যাবে না কোনো পটকা, আতশবাজি। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো: আলমগীর আলম সভাপতিত্ব করেন। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আকরাম হোসেন, স্পেশালে ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, যুগ্মমহাসচিব জেমস সুব্রত হাজরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন।

সভায় বলা হয়, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। কৌশলগত স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, কুইক রেসপন্স টিম এবং সোয়াট টিমসহ অন্যান্য টিম মোতায়েন থাকবে। দিবস দু’টি উপলক্ষে কোনো ধরনের আতশবাজি, ফানুস ওড়ানো যাবে না। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং জোরদার করা হবে।
সভায় সারা দেশের গির্জার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, গির্জাগুলোতে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখতে অনুরোধ জানানো হয়। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার, কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। কেউ উচ্চৈস্বরে গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডকে মিটিং করতে বাধা দেয়ায় নিন্দা সোনার দাম আবারো বাড়ল সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি এডিসি দস্তগীর গ্রেফতার কয়েক দিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের গুপ্তহত্যার ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ সাদপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : হেফাজত আমির ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪ চকরিয়ায় ইট তৈরির কারখানায় ২ শ্রমিকের মৃত্যু ইজতেমায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৪০

সকল