০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
চট্টগ্রামে বিচারপতি মো: মুজিবুর রহমান মিয়া

কঠোর আইন-কানুন থাকলেও নারী-শিশুর প্রতি সহিংসতা কমছে না

-


হাইকোর্টের বিচারপতি মো: মুজিবুর রহমান মিয়া বলেছেন, দেশে কঠোর আইন থাকলেও নারী ও শিশুর প্রতি সহিংসতা কমছেই না। সাংবাদিকদের বাকস্বাধীনতার ওপর জোর দিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে জনস্বার্থে রিট করার ক্ষেত্রে আইনজীবীদের আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সেই সাথে বিচারবহির্ভূত হত্যা, খুন, গুম প্রতিরোধে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কার্যক্রমেরও প্রশংসা করেছেন।
গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান গণতন্ত্রের স্বাদ এনে দেয়া জুলাই অভ্যুথানের শহীদদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, যেখানে খুন হয়, মিথ্যা মামলা হয়, সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয় সে দেশে মানবাধিকার রক্ষা করা অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ। মৌলিক অধিকার ও ভোটাধিকার এক নয়। ভোটাধিকার সাংবিধানিক অধিকার; আমরা কি প্রজা মানসিকতা নিয়ে বেঁচে থাকতে চাই? বিগত সরকার গণতন্ত্রের নামে খেলা করেছে। ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী নয়, গণতান্ত্রিক করার জন্য লড়াই চলছে।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, গণপ্রজাতন্ত্রী শব্দটি জনগণকে প্রজা হিসেবে দেখছে। তা পরিবর্তন করা দরকার। মানবাধিকার সম্পর্কে আরো ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেন, হাত-পা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হলে বিবেক থাকতে হব, থাকতে হবে শুদ্ধাচার।
সংগঠনের সভাপতির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সততা না থাকলে সব ক্ষেত্রে হতাশা ছড়িয়ে পড়বে।
বিএইচআরএফ চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বলেন, প্রত্যেককে নিজ দায়িত্বের প্রতি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সৎ ও সচেতন থাকতে হবে, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আরো উদ্যোগী হতে হবে। আর্তমানবতার সেবায় কাজ করার জন্য নিরলস প্রচেষ্টা করে যেতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন সেখানেই এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।
সংগঠনের মহাসচিব এ এম জিয়া হাবীব আহসান বলেন, ভবিষ্যতে যারা মানবাধিকার রক্ষায় অবদান রাখবে তাদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে। তিনি স্লাইড শো’র মাধ্যমে সবার সামনে বাংলাদেশ ও বিশ্বে আলোচিত ঘটনাগুলোর ডকুমেন্টারি প্রদর্শন করেন।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল