০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

আগরতলা বন্দর সড়কে বাঁশের বেড়া, যাত্রী চলাচলে ব্যাঘাত

-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটছে।
গতকাল সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রীর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে এ বেড়া দেয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত সোমবার কিছু ভারতীয় স্থলবন্দর এলাকায় এসে বিক্ষোভ দেখায়। গতকাল মঙ্গলবারও তাদের আসার কথা। বিক্ষোভ ঠেকাতে এ বেড়া কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যেই গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে মাছ যায়। বাংলাদেশের পরিবহন সেখানকার বন্দর এলাকায় গিয়ে মাছ রেখে আসে। ভারতীয় পরিবহনে এসব মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে বাঁশের বেড়া অতিক্রম করে কিভাবে মাছ নিয়ে যাওয়া হয় এ নিয়ে চলছে আলোচনা।
একটি সূত্র জানায়, ওপারে বন্দর ও এর আশপাশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে। এ অবস্থায় বেলা ১১টা থেকে এপারে বিজিবিকেও সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এসবের মধ্যেই যাত্রীরা আসছেন।

ভারত থেকে আসা কুমিল্লার কোম্পানিগঞ্জের উজ্জ্বল দেবনাথ জানান, বন্দরে ঢোকার পথেই সড়কে বাঁশের বেড়া দেয়া। এটি পার হয়ে আসতে খুব কষ্ট হয়। তবে আসতে কেউ বাধা দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, তার স্ত্রীও বেড়া দেয়ার খবর পেয়ে যান। এ কারণে বারবার তাগাদা দেয়ায় তিনি চলে এসেছেন।
এ দিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশীদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশীদেরকে চিকিৎসাসেবা দেবে না বলে ঘোষণা দেয়।
চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশী পতাকা পুড়িয়ে দেয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনারের আগরতলার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল