০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

আগরতলা বন্দর সড়কে বাঁশের বেড়া, যাত্রী চলাচলে ব্যাঘাত

-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটছে।
গতকাল সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রীর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে এ বেড়া দেয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত সোমবার কিছু ভারতীয় স্থলবন্দর এলাকায় এসে বিক্ষোভ দেখায়। গতকাল মঙ্গলবারও তাদের আসার কথা। বিক্ষোভ ঠেকাতে এ বেড়া কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যেই গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে মাছ যায়। বাংলাদেশের পরিবহন সেখানকার বন্দর এলাকায় গিয়ে মাছ রেখে আসে। ভারতীয় পরিবহনে এসব মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে বাঁশের বেড়া অতিক্রম করে কিভাবে মাছ নিয়ে যাওয়া হয় এ নিয়ে চলছে আলোচনা।
একটি সূত্র জানায়, ওপারে বন্দর ও এর আশপাশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে। এ অবস্থায় বেলা ১১টা থেকে এপারে বিজিবিকেও সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এসবের মধ্যেই যাত্রীরা আসছেন।

ভারত থেকে আসা কুমিল্লার কোম্পানিগঞ্জের উজ্জ্বল দেবনাথ জানান, বন্দরে ঢোকার পথেই সড়কে বাঁশের বেড়া দেয়া। এটি পার হয়ে আসতে খুব কষ্ট হয়। তবে আসতে কেউ বাধা দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, তার স্ত্রীও বেড়া দেয়ার খবর পেয়ে যান। এ কারণে বারবার তাগাদা দেয়ায় তিনি চলে এসেছেন।
এ দিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশীদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশীদেরকে চিকিৎসাসেবা দেবে না বলে ঘোষণা দেয়।
চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশী পতাকা পুড়িয়ে দেয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনারের আগরতলার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।

 


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল