২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা

-

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের স্বাস্থ্য সম্পর্কিত দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে ইবনে সিনা ট্রাস্টের ২৫টি শাখায় বিভিন্ন সেবা পাওয়া যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম ও পরিচালক নিয়াজ মাহদুম শিবলী গতকাল চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের ২৫টি শাখায় প্যাথলজিতে ৩৫%, রেডিওলোজিতে ৩০% এবং ফিজিওথেরাপিতে ১০% পর্যন্ত ছাড় পাবে।
ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাহদুম শিবলী বলেন, ‘ইবনে সিনা ট্রাস্ট আইন দ্বারা পরিচালিত। এক অর্থে এই প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশের জনগণ।
এই ট্রাস্টের মুনাফা কোনো ব্যক্তির পকেটে যায় না। আমরা যেখানেই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরা সেখানেই চেষ্টা করি সেই বাজারে আমাদের সমপ্রতিযোগিতা প্রতিষ্ঠান যে-সব আছে তাদের মধ্যে যাদের রেট সবচেয়ে কম আমরা সেই রেটটাকেই আমাদের রেট হিসেবে ঘোষণা করি।’
কুবি ভিসি অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, ‘দরিদ্র ছাত্র-ছাত্রীরা উপকৃত হয় তাই ইবনে সিনা ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধ হলাম।
শুধু প্যাথলজি এবং রেডিওলোজিতে না, ডাক্তার যারা আছেন তারা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যেন একটা ছাড়ে প্রেসক্রিপশন করেন।
এটা খুবই ইম্পর্ট্যান্ট। শিক্ষার্থীরা যাতে ৪০/৫০% ডিসকাউন্ট পায় তাদের প্রেসক্রিপশন তৈরিতে, তাহলে এটা একটা মাইলফলক হবে এই প্রতিষ্ঠানের জন্য।’


আরো সংবাদ



premium cement