এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি
- মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
- ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩১
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ মানুষের ওপর জুলুম বন্ধে এবং দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাড়ে ৬ লাখের বেশি মানুষের কাছে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার সকাল ১০টায় এ চিঠি উপজেলা সদরে বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চিঠিতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক এমপি কায়কোবাদ লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিগত ১৬টি বছর গুম, খুন, জেল-জুলুম-নির্যাতন থেকে মুক্তি পেয়ে আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ২০০৯ সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে ২০১০ সাল থেকে আমার প্রিয় মুরাদনগরবাসীর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু সুদূর প্রবাসে থেকেও মুরাদনগরের নির্যাতিত সব মজলুম জনতার সার্বক্ষণিক খোঁজখবর আমি রেখেছি।
কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে শুনতে হচ্ছে, মুরাদনগরে পতিত আওয়ামী শাসনামলে যারা চাঁদাবাজি ও দখলবাজি করেছে তারা এখনো বিএনপির নামধারী নেতাদের আশ্রয়ে বেশ কিছু জায়গায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। বিএনপির প্রভাব খাটিয়ে তারা নিরীহ মানুষদের ওপর জুলুম করার অপচেষ্টা করছে।
খোলা চিঠি বিতরণকালে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আলী, বিএনপির নেতা দুলাল দেব নাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ নারায়ণ পৌদ্দার পিংকু, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা