২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হবিগঞ্জের মামলায় ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গতকাল হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কড়া নিরাপত্তায় ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ গ্রহণ করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আসামি ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত অবজারভেশনে বলেন- আসামিকে রিমান্ডে নেয়ার আগে-পরে ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে। এ দিকে ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বিক্ষুব্ধ ছাত্ররা কোর্ট প্রাঙ্গণে মিছিল করে। এ সময় তারা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিভিন্ন স্লেøাগান দেয়। রিমান্ড আবেদন শুনানি শেষে তাকে হবিগঞ্জ কারাগারে নেয়া হয়।


আরো সংবাদ



premium cement