২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
প্রতিনিধি সভায় জাপা কো-চেয়ারম্যান মোস্তফা

চারটি সংস্কার করলেই নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড হবে

-

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশন (রসিক) সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘চারটি সংস্কার করলেই সরকার একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন দিতে পারবে। কিন্তু ১০০ দিন পেরিয়ে গেলেও নির্বাচনের রোড ম্যাপ না হওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে।’
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাপার বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক প্রমুখ।
মোস্তফা বলেন, সরকারকে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার, আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল সার্ভিসসহ সচিবালয় সংস্কার এবং পুলিশ বাহিনীকে সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এরই মধ্যে এ সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারেনি, অনেক ঘাটতি হয়েছে। এসব বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন, ‘আমার রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। রিফর্ম হতে পারে। আওয়ামী লীগের লোক দোষী সেটা তো নয়। যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু যারা নির্দোষ, যারা পপুলার তারা কেন বঞ্চিত থাকবে। এটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য সেটা হবে অন্তরায়। আমরা চাই সকলে মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ’
প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের মহানগর, জেলা, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ বৈঠকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement