২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫ দফা দাবিতে পদযাত্রা ও সমাবেশ করবে গণতান্ত্রিক ছাত্রজোট

-

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালু, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া ও রিকশাচালকদের ওপর সংঘটিত হয়রানি বন্ধের দাবিতে ‘পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। আগামী ২৭ নভেম্বর দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাবি মধুর ক্যান্টিনে এই কর্মসূচির ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়।
সংবাদ সম্মেলনে দেশের সব ছাত্র-জনতার প্রতি ‘পদযাত্রা ও সমাবেশে’ কর্মসূচিতে যোগ দিয়ে গণ-অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী বলেন, আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল দ্রুত সময়ে হতাহতের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের স্বজনদের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করা এবং আহত আন্দোলনকারীদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের দায়িত্ব পালন করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এ বিষয়ে সরকারের পর্যাপ্ত উদ্যোগ আমরা দেখিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement