জামাতুল আনসার ও কেএনএফ’র ১১ জনের জামিন
- বান্দরবান সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৪
উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ১০ জনকে জামিন দিয়েছে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র গ্রেফতারকৃত অপর এক সদস্যকেও জামিন দেয়া হয়েছে। গতকাল সোমবার বান্দরবান জেলা ও দায়রা জজ মো: মোসলেহ্ উদ্দিনের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরা হলেন বরিশালের কাউনিয়ার আব্দুস সালাম, পটুয়াখালীর মহিপুরের ওবায়দুল্লাহ, কুমিল্লার লাকসামের জোবায়ের আহমেদ, ঢাকার মিরপুরের জুয়েল মাহমুদ, পটুয়াখালীর দশমিনার শামীম হোসেন, মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ির রিয়াজ শেখ, ঢাকার মিরপুরের সোহেল মোল্লা, মাগুরার বালিদিয়ার আবু হুরাইরা, চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার মো: ইমরান হোসেন। এ ছাড়া অপর একটি মামলায় কেএনএফ’র সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত লাল নুন থিয়াম বমকে জামিন দিয়েছে একই আদালত। বান্দরবানের অ্যাডভোকেট নাজমুস সাকিব জামিনের আবেদন করেন। সরকার পরে আইনজীবী (ভারপ্রাপ্ত পিপি) অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া জানিয়েছেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত ১০ জন ও কেএনএফ’র সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত অপর একজনকে জেলা ও দায়রা জজ আদালত শুনানির পর জামিন দিয়েছেন।
২০২২ সালে র্যাবের অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এদের সাথে কেএনএফ’র সম্পর্ক ছিল বলে তখন র্যাবের কর্মকর্তারা জানিয়েছিল। গত অক্টোবর মাসে জামাতুল আনসারের সন্দেহভাজন গ্রেফতারকৃত ৩১ জনকে জামিন দেয়া হলেও পরে আদালত তা বাতিল করে দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা