নিয়ন্ত্রণহীন দূষণে কাবু ঢাকা
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
নিয়ন্ত্রণহীন দূষণে কাবু হয়ে পড়েছে ঢাকা। ফলে বাতাসে দিন দিন বিপদ বাড়ছে। করোনার পর টানা কয়েক বছর ধরে একদিনের জন্যও নগরীর বাসাতে স্বস্তি আসেনি। ফলে বিশে^র দূষিত শহরের তালিকায় শীর্ষ সাতবার এ ওঠানামা করেছে ঢাকা। অতি বৃষ্টির পরও সহনীয় হয়নি নগরীর দূষণ। তবে শীত না আসতেই এবার আরো ভয়ানক হয়ে উঠছে ঢাকার পরিবেশ। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত টানা তিন দিন একাধারে বিশে^র দূষণীয় শহরের তালিকায় ছিল রাজধানী ঢাকা। একই অবস্থায় ছিল, ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধূলো।
পরিবেশবিদরা বলছেন, এমন অবস্থার জন্য পার্র্শ্ববর্তী দেশ অনেকটা দায়ী। তা ছাড়া গাছপালা, পাহাড় উজাড় পরিবেশ দূষণ, ইটভাটা এসব কারণে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী গতকাল সকাল ৯টায় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৩৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল চতুর্র্থ। অন্য দিকে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা যথাক্রমে ৬৬৬, ৩৫৮ ও ২৭২ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
গত শনিবারও বিশ্বের তৃতীয় দূষিত শহরের তালিকায় ছিল ঢাকার নাম। সকাল ৯টা ২ মিনিটে একিউআই স্কোর ২৬০ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা নগরী। এর আগে গত শুক্রবার ঢাকার বাতাসের মানের বেশি অবনতি হয়। বাংলাদেশের জনবহুল রাজধানী সকাল ৮টা ৫৫ মিনিটে একিউআই স্কোর ২২৬ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল। একিউআই সূচক অনুযায়ী, যা ছিল খুব অস্বাস্থ্যকর।
একিউআই স্কোর অনুযায়ী যখন কণা দূষণের একিউআই মান ৫০-১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১-১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১-২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১-৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা