বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ চলছেই
- গাজীপুর জেলা প্রতিনিধি
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের অবরোধ দ্বিতীয় দিনে গড়িয়েছে।
রোববার সকাল ৯টার দিকে চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। অবরোধের কারণে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতন না পেয়ে বেক্সিমকোর শ্রমিকরা বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামে। তারা ওই দিন দাবি আদায়ে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শুক্রবার কারখানার সাপ্তাহিক বন্ধ থাকায় কর্মসূচি স্থগিত রাখে শ্রমিকরা। সমস্যার সমাধান না হওয়ায় তারা শনিবার সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত একই স্থানে ফের অবরোধ করে বিক্ষোভ করেন। তারা রোববার সকাল ৯টা থেকে একই জায়গায় অবস্থান করে আন্দোলন শুরু করে।
কাশিমপুর থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় ৪১ হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকদের বেতন বাবদ কমপক্ষে ৮০ কোটি টাকার প্রয়োজন। কর্র্তৃপক্ষ টাকার জোগাড় করতে না পারায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা