১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
তমদ্দুন মজলিসের আলোচনা

বিশ্বনবীর আদর্শই বিশ্বমানবতার মুক্তির একমাত্র পথ

বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে তমদ্দুন মজলিশের আলোচনা সভা : নয়া দিগন্ত -

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেছেন, অশান্তি-বিক্ষুব্ধ আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মাদ সা:-এর আদর্শের কোনো বিকল্প নেই। তারা বলেন, ইসলাম একটি পূর্নাঙ্গ জীবনাদর্শ। স্রষ্টা প্রদর্শিত পথে মানবজাতিকে পরিচালনার জন্য যুগে যুগে যেসব নবী-রাসূল এসেছেন তাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হজরত মুহাম্মাদ সা:। পৃথিবীর অমুসলিম মনীষীবৃন্দও স্বীকার করেছেন একমাত্র হজরত মুহাম্মাদ সা:-এর পথ অনুসরণের মাধ্যমে আজকের বিশ্ব তাবৎ সমস্যা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলিম বিশ্বও মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিপথগামী হয়েছে। যার ফলে সারা বিশ্বে মসুলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত। বক্তারা বলেন, সারা বিশ্বে মানবতার চরম বিপর্যয় ঘটেছে। তারা ফিলিস্তিন, লেবাননসহ বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলিম দেশে মুসলমান নারী, শিশু, বৃদ্ধ ও যুবকদের ওপরে যে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে তার তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং অবিলম্বে এ অমানবিক নির্যাতন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র, ঢাকা-এর এক মিলনায়তনে তমদ্দুন মজলিসের সভাপতি সাবেক কূটনীতিক অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকের সভাপতিত্বে ও মোহাম্মদ তাওহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক মোল্লা। আলোচনায় অংশগ্রহণ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মদ ঈসা শাহেদী, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আক্তারুজ্জামান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ মো: নাসিরউদ্দীন, অধ্যাপক মিয়া আবদুল হামিদ, অধ্যাপক মাসউদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এ বছরও তমদ্দুন মজলিসের পক্ষ থেকে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ও সব প্রতিযোগীর মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও বই প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement