বাংলাদেশীদের জন্য ছাড় মালয়েশিয়ার পলিটেক বিশ্ববিদ্যালয়ে
- আশরাফুল মামুন মালয়েশিয়া
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২৫
মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে স্বপ্নের ক্যারিয়ার গড়তে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিতে অ্যাডু প্ল্যান সলিউশন বাংলাদেশ ও ইউনিভার্সিটি পলিটেক মালয়েশিয়ার (ইউপিটির) সাথে চুক্তি হয়েছে। এর ফলে বাংলাদেশী শিক্ষার্থীরা প্রযুক্তিবিষয়ক ৩০টি কোর্সে ২০% ছাড়ে ভর্তির সুযোগ পাবেন। তা ছাড়া ফ্রি এয়ার টিকিট ও হোস্টেল সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রতষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর মার্কেটিং এবং স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মো: সোফিয়ান বিন হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তিতে ইউপিটিএমের পক্ষে তুয়ান মোহাম্মদ সোফিয়ান বিন হাসিম এবং অ্যাডু প্ল্যান সলিউশন বাংলাদেশের পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ ওসমান গনি সই করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপিটিএমের সহকারী মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ফারহান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তুহিন, এসএএস গ্লোবাল বাংলাদেশের স্বত্বাধিকারী মো: শাহাদাত হোসাইন ও টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল এর স্বত্বাধিকারি রাজু বিশ্বাস।
ইউপিটিএমের সাথে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশীদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দ্বার উন্মোচিত হলো। কিছুদিন আগে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে এখন থেকে বিদেশী শিক্ষার্থীরা দেশটির আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা অর্জন করে এখানেই তাদের কর্মজীবন যেন শুরু করতে পারে এ লক্ষ্যে সরকার ভিসানীতি সহজ করবে। দক্ষ জনশক্তি তৈরিতে সরকার বিদেশীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করতে বিশেষ ছাড়সহ প্রণোদনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।
বিশ্বমানের প্রযুক্তিখ্যাত ইউপিটিএম ইউনিভার্সিটির সর্বমোট ৩০টি বিষয় নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন। এর মধ্যে বিবিএ, ব্যাচেলর ইন আইটি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এমবিএ, পিএইচডি ইত্যাদি অন্যতম। বিশেষ সুবিধা হিসেবে বাংলাদেশী সম্ভাব্য সকল শিক্ষার্থীরা মূল ফিসের ২০% স্কলারশিপ মওকুফের সুযোগ পাবেন। এ ছাড়া থাকবে ১ মাসের হোস্টেল ফি ও ট্রান্সপোর্ট সার্ভিস
ফ্রি। অ্যাডুপ্লান সলিউশনের পক্ষ থেকে প্রথম ২০ শিক্ষার্থীর জন্য থাকছে ঢাকা-কুয়ালালামপুর এয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি এবং আরো অনন্যা সুবিধা।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের এডুপ্লান সলিউশনের অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে
বাংলাদেশ অফিস : অ্যাডুপ্লান সলিউশন বাংলাদেশ, ৪৮, এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোন নাম্বার: ০১৮১৮৬৫১৯০৯, ০১৬০১৯০৯০৯০,
মালয়েশিয়া অফিস : প্লাজা বারযায়া, ইউনিট-১০৯, ১এ, জালান বুকিত বিনতাং, কুয়ালালামপুর।
+৬০১০২৪৫২৫০৯ (হোয়াটস্যাপ)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা