১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আসিফ নজরুলের সাথে অশোভন আচরণের নিন্দা সুপ্রিম কোর্ট বারের

-

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সাথে গত ৭ নভেম্বর একদল উচ্ছৃঙ্খল আওয়ামী কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সমিতির এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো: মাহফুজুর রহমান (মিলন)। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সহসভাপতি হুমায়ুন কবীর মঞ্জু, কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে ড. আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণ জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে। বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সাথে এহেন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদেক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার প্রতিবাদে গুরুতর আহত ছাত্র-জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার তাদের সুচিকিৎসা এবং প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ হতে ডাক্তার ও যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে।


আরো সংবাদ



premium cement